Posts

Showing posts from October, 2017

What is Data Mining? ডাটা মাইনিং কি?

Image
Data mining is the process of sorting through large data sets to identify patterns and establish relationships to solve problems through data analysis. Data mining tools allow enterprises to predict future trends. অর্থাৎ, ডেটা মাইনিং হল ডেটার বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য নিদর্শন সনাক্ত এবং সম্পর্ক স্থাপন করার জন্য বৃহৎ ডেটা সেটগুলির মাধ্যমে সাজানো প্রক্রিয়া। ডেটা মাইনিং টুলগুলি উদ্যোগের ভবিষ্যতের প্রবণতাগুলির ভবিষ্যদ্বাণী করতে দেয়।

বেতন স্কেল

Image
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে নতুন পে-স্কেলের অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ পে-স্কেলের অনুমোদন দেয়া হয়। জানা যায়, মন্ত্রিসভায় অনুমোদিত নতুন পে-স্কেলে সর্বোচ্চ ৫ শতাংশ ও সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। একই সঙ্গে নতুন এ পে-স্কেলে থাকছে না টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে। এছাড়া বেতন কাঠামোর ২০টি গ্রেডের মধ্যে ৬ থেকে ২০ নম্বর পর্যন্ত বাড়বে ৫ শতাংশ হারে, ৫ম গ্রেডে বাড়বে ৪ দশমিক ৫ শতাংশ হারে, ৩ ও ৪ নম্বর গ্রেডে বাড়বে ৪ শতাংশ হারে, ২য় গ্রেডে বাড়বে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে এবং ১ নং গ্রেডে ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, বেতন ও চাকরি কমিশন ২০১৩, সশস্ত্রবাহিনী বেতন কমিটি ২০১৩ এ সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ভাতা অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে...

চতুর্দশ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা

Image
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নকর্তৃপক্ষ (এনটিআরসিএ) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ১০ জুলাই ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত। চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা : চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ তিনটি ধাপে হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তিনটি পর্যায়ে পরীক্ষা হবে। যথা- স্কুলপর্যায় (সহকারী শিক্ষক), স্কুলপর্যায়-২ (ট্রেড ইনস্ট্রাক্টর, জুনিয়র মৌলভী, সহকারী মৌলভী, জুনিয়র শিক্ষক ও এবতেদায়ি ক্বারি) ও কলেজ (প্রভাষক, ইনস্ট্রাক্টর [টেক]) পর্যায়ে। আবেদনের যোগ্যতা : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে হলে স্কুল পর্যায়- সহকারী শিক্ষক পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও বিএড/সমমান পাস হতে হবে। তবে শিক্ষাজীবনে যেকোনো স্তরে একটি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএ-এর ফলাফল গ্রহণযোগ্য হবে। স্কুল প...