First Time Attending in ACM ICPC 2016 and Discuss with Solutions

প্রথম বারের মত আজ ICPC 2016 করলাম। আগেই বলে নিচ্ছি এটা Preliminary করলাম। যেহেতু ফাস্ট টাইম। তাই আমি একটু বেশি ই এক্সাইটেড। ভালো কথা... ফাইনাল রাউন্ডে আমাদের গ্রুপ যাচ্ছে না! পারি নাই। সহজ বাংলায়... ভালো পারফর্মেন্স  করতে পারি নাই তাই ফাইনালের জন্য সিলেক্ট ও হই নাই। আশা রাখছি সামনে হবে ইনশা-আল্লাহ ICPC 2017 :D

বড় ভাই এনারা। বড় বড় প্রবলেম সল্ভার। এমন পিক আবার তুলতে পারবো কি না কে জানে

আমার টিমে ছিলো ফাতিন ভাই আর মহসিনা
ফাতিন ভাই... সে তো এক কি বলবো। যেমন মজার মানুষ তেমনি সেই মাইন্ডের মানুষ। প্রবলেম গুলা অনেক তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলেন।
আর মহসিনা? OMG!!! তার CGPA কত জানেন? 3.94 up. এতো তাড়াতাড়ি ম্যাথ গুলা ক্যালকুলেশন করে ফেলে যে আমি প্রবলেম টা পুরো পড়ে ও শেষ করতে পারি না।
আমার কাজ হলো, তাদের থিংকিং গুলা কোডে রূপান্তরিত করা। ধরতে পারেন, আমি হইলাম একটা কম্পাইলার মেশিন। যা নাকি থিংকিং গুলাকে কোডে পরিণত করে :D  ফাতিন ভাই ১ বছরের সিনিয়র। আর মহসিনা আমার সেইম ব্যাচ। আমার ব্যাচ কত? আমি ২০০১ সালে ক্লাস ওয়ান এ পড়ছি :D

Team: SEU_FMM
একসাথে এতো গুলা বড়ভাই ছোট ভাইদের সাথে বসে প্রবলেম করা। সেই এক মজা। আর খাওয়া দাওয়ার কথা তো বাদ ই দিলাম। ফাতিন ভাই কিন্তু খাওয়ার বেলায় আবার উস্তাদ। মহসিনার একটা ভেজিটেবল রোল একাই গিলছে। আমি এ জন্যই বলতেছি... কারন তখন আমি ও ক্ষুদায় ভুগছিলাম। উনি চাইলে আমাকে একটু ভাগ দিতে পারতেন। কিন্তু উনি আমাকে ভাগ দেওয়ার কথা ভুলে একাই গিলছেন। হতে পারে উনার আমার চেয়ে একটু বেশি ই ক্ষুধা লেগেছিলো :D

By the way... আফসোস লাগে এই মজা টা যদি ফাস্ট ইয়ার এ থাকতে আসতো!  তাহলে আজ হয়তো ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হলে ও হতে পারতাম। যাইহোক সমস্যা নাই ICPC 2017 :)

এখানে ICPC 2016 এর MOCK and Preleminary Contest এর সমস্যা গুলোর লিংক দেওয়া হলো।



Comments

Popular posts from this blog

Solution - Timus Problem 1293. Eniya

Solution - Codeforces Problem 327B - Hungry Sequence

Solution - Timus Problem 1409. Two Gangsters